শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪

|

কার্তিক ১৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

তিন সেঞ্চুরিতে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ১৮:০৩, ৩০ অক্টোবর ২০২৪

তিন সেঞ্চুরিতে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও ওয়াইন মুল্ডারের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৪৪.২ ওভারে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আগের রেকর্ডটি ছিল ৭ উইকেটে ৫৮৩ রান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ১৭৭ রান করেন ওপেনার জর্জি। ১২টি চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ রান করেন তিনি। স্টাবসের ব্যাট থেকে আসে ১০৬ রান। ১৯৮ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন স্টাবস। গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন জর্জি ও স্টাবস। ঐ দিন ২ উইকেটে ৩০৭ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। 

টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন মুল্ডার। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি মুল্ডারের। তার শতকের পর ইনিংস ঘোষনা করে দক্ষিণ আফ্রিকা। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৫০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন মুল্ডার। তার সাথে ৭০ রানে অপরাজিত থাকেন সেনুরান মুতুসামি। 

তাইজুল ১৯৬ রানে ৫টি ও রানা ৮৩ রানে ১ উইকেট নেন।