টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও ওয়াইন মুল্ডারের সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৪৪.২ ওভারে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আগের রেকর্ডটি ছিল ৭ উইকেটে ৫৮৩ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ১৭৭ রান করেন ওপেনার জর্জি। ১২টি চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ রান করেন তিনি। স্টাবসের ব্যাট থেকে আসে ১০৬ রান। ১৯৮ বল খেলে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন স্টাবস। গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন জর্জি ও স্টাবস। ঐ দিন ২ উইকেটে ৩০৭ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা।
টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন মুল্ডার। ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি মুল্ডারের। তার শতকের পর ইনিংস ঘোষনা করে দক্ষিণ আফ্রিকা। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৫০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন মুল্ডার। তার সাথে ৭০ রানে অপরাজিত থাকেন সেনুরান মুতুসামি।
তাইজুল ১৯৬ রানে ৫টি ও রানা ৮৩ রানে ১ উইকেট নেন।