
এবার বিশ্বে প্রথমবারের মতো কোম্পানীর সিইও পদে একটি অত্যাধুনি রোবটকে নিয়োগ দেওয়া হয়েছে। রোবটের নাম 'ট্যাং ইউ', আগস্টে ফুজিয়ান নেটড্রাগন ওয়েবসফটে কাজ শুরু করেছে এই রোবট।
কোম্পানীটি বলছে, কর্মক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে এই রোবট। বিশেষ করে ঝুঁকি-ব্যবস্থাপনা সেস্টেমকে আরো কার্যকরী করবে। এছাড়া কোম্পানির বোর্ডের জন্য রিয়াল-টাইম ডেটা সেন্টার ও অ্যানালিটিক্স টুল হিসেবেও কাজ করবে এ রোবট।
নেটড্রাগন ওয়েবসফটের প্রতিষ্ঠাতা ড. ডেজিয়ান লিউ এআইকে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যত উল্লেখ করে বলেন, কোম্পানির ভবিষ্যত প্রবৃদ্ধি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।