পৃথিবীর বিভিন্ন দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক বা ৫জি চালু হয়েছে। বাংলাদেশেও ৫জি চালুর প্রস্তুতি চলছে। আপগ্রেডেড এই নেটওয়ার্ক প্রযুক্তি উপভোগ করতে হলে ৫জি সাপোর্টেড মোবাইল ফোন থাকা চাই। বিভিন্ন হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান বাজারে ইতিমধ্যে ৫ জি কানেক্টেড স্মার্টফোন বাজারে এনেছে। এগুলো বিক্রিও হচ্ছে।
৫জি নেটওয়ার্ক লঞ্চ হলেও ফোনে হাই স্পিড এই ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জি সাপোর্ট থাকতে হবে। ফোনের ভিতরে কোন চিপসেট ব্যবহার হয়েছে তার উপরেই নির্ভর করে ফোনে ৫জি সাপোর্ট মিলবে কি না। আপনার ফোনে ৫জি সাপোর্ট রয়েছে কি না জানবেন কী ভাবে? খুব সহজ উপায় জেনে নিন।
ফোন পরীক্ষা করুন
অ্যানড্রয়েড ফোনে সেটিংস ওপেন করুন
এবার ওয়াইফাই অ্যান্ড নেটওয়ার্ক সিলেক্ট করুন
এবার সিম অ্যান্ড নেটওয়ার্ক অপশন বেছে নিন
এখানে অনেক অপশন দেখতে পাবেন। প্রিফারেড নেটওয়ার্ক টাইপ অপশন সিলেক্ট করুন।
আপনার ফোনে ৫জি সাপোর্ট থাকলে এখানে ৫জি অপশন দেখতে পাবেন। ২জি/৩জি/৪জি/৫জি অপশন থাকলেও বুঝবেন আপনার ফোনে রয়েছে ৫জি সাপোর্ট।
ফোনে ৫জি সাপোর্ট না থাকলে অকারণে ৫জি ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করার প্রয়োজন নেই। তবে চাইলে ৫জি সাপোর্ট সহ নতুন স্মার্টফোন কিনতে পারেন।