মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৮, ৮ জুলাই ২০২৩

জয়পুরহাটের ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

জেলার আক্কেলপুরে রেলষ্টেশনের অদূরে আমুট্র রেল ক্রসিংয়ের পার্শ্বে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ট্রেনের ধাক্কায়  এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণ জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চক জয় পার্বতীপুর গ্রামের  মন্টুর ছেলে বঙ্গ(২৫)।

প্রত্যক্ষদর্শী ও আমুট্ট লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেট কীপার রুপা পারভীন জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন আমুট্র রেল ক্রসিয়ের দক্ষিণ পার্শ্বে  ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যার কিছু আগে ঈদ স্পেশাল ট্রেনটি আমুট্ট লেভেল ক্রসিং অতিক্রম করার পর রেল সেতুর উত্তর দিকে রেললাইনের পাশে এক তরুণকে পড়ে থাকতে দেখেন লোকজন। তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং দেখেন ওই তরুণের ডান পা ভাঙা আর মাথা ফেঁটে রক্ত ঝরছিল। মনে হয় তখনও তরুণ নিঃশ্বাস নিচ্ছিলেন।  মিনিট দুয়েক পর তরুণ মারা যান। তরুণের বয়স আনুমানিক ২৫ বছর হবে

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,  ওই তরুণ হেলেদুলে রেললাইনের ওপর দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে যান। আক্কেলপুর রেল ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে  সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে  খবর দেওয়া হয়েছে