মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২৩:৪২, ১৫ অক্টোবর ২০২৪

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

সরকার চাঁদাবাজির মত অপরাধ সম্পর্কে যথেষ্ট সচেতন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, তৈরি পোশাক খাতে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সরকার  চাঁদাবাজি সম্পর্কে যথেষ্ট সচেতন। যদি তৈরি পোশাক খাত চাঁদাবাজির কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এক প্রশ্নের উত্তরে আজাদ বলেন, সরকার ইতোমধ্যে পুলিশকে চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে পোশাক খাতে অস্থিরতা সম্পর্কে তিনি বলেন, এই অস্থিরতা বর্তমানে সহনীয় পর্যায়ে আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মতে, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে প্রায় ৯৯ দশমিক ২৬ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং দেশের তৈরি পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

প্রেস উইং আরও জানায়, আজ সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পোশাক শিল্পে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় ৪০৭টি কারখানার মধ্যে তিনটি কারখানা বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে সব কারখানাই খোলা রয়েছে। গাজীপুরের ৮৭১টি কারখানার মধ্যে দুটি বন্ধ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।