হবিগঞ্জের জেলার নবীগঞ্জ জে কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক পরিতোষ চক্রবর্তী আজ ২৩ অক্টোবর ২০২৪ দুপুরে পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান ও এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, প্রতিষ্ঠিত ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় পরিতোষ চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ট্রোকসহ বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছিলেন।
আগামী ২রা নভেম্বর ২০২৪, শনিবার উচালিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য স্বর্গীয় পরিতোষ চক্রবর্তী বাংলাদেশের স্বাস্থখাতের প্রত্থিতযশা সেবা প্রতিষ্ঠান ইউনিভর্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তীর কাকাবাবু।