সব দিকে রোদ্দুর প্রচণ্ড তাপদাহ
পশুপাখি গাছ গাছালি মানুষের দাপাদাপি!
তোমারই জন্যে প্রকৃতি ফিরিয়েছে মুখ
কোথাও ভালবাসা নেই প্রেমহীন শুধুই
তোমাকে দেখে ওরা শিখেছে প্রচন্ড নিষ্ঠুরতা !
তোমারই জন্যে বোশেখের মাঠগুলো ফেটে ফেটে চৌচির ,
ফল্গু নদীর মতোন ধূ ধূ বালুচর ।
সত্যিকারের ভালবাসতে শেখো
বন্ধ করো তাপদাহ,
ভালবাসার বৃষ্টি নামাও ফিরে আনো সজীবতা ।
আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ ,
মনে রেখো, একদিন প্রকৃতিতে নামবেই !