প্রথম অভ্যর্থনা
তানভীর সুমন
সেই প্রথম স্পর্শ হৃদয়ের গহীনে
এরপর অনেকটা পথ নিঃসঙ্গ
নিষ্কৃতি আকাশ খা খা রৌদ্রে
প্রশান্তির আশ্রয়ে রমনার বক্ষে।
কোথাও প্রশান্তি নেই,
প্রাণহীন এই লোকারণ্যে,
তবু উঁকি দেয় বসন্ত
ফুটে শিমুল কৃষ্ণচূড়া রক্তাক্ত।
যেন আমারই প্রতিচ্ছবি
হৃদয় গহীনে সুপ্ত দহন।
নিসর্গ ফুটিয়ে তুলেছে
তার আপন বন্ধনে।
ফাগুনের হাওয়া যেন বদলাতে চায়
শুষ্ক পাতার মত, তোমারি ধ্যান
মুছে দিতে চায় একান্ত সময়
অশোক কুঞ্জের তরুণ বৃক্ষ থেকে।
তবু দিন অন্তে পুনরায়
আমার , আমিতেই মিশে যাই,
প্রাণহীন কংক্রিটের এই নগরীতে
নিঃসঙ্গ জীবন।
চৈত্রের প্রখর উষ্ণতায়
আমি তৃষ্ণার্ত পরিশ্রান্ত,
গুমট আবহে উঁকি দেয় ঘন মেঘ
বর্ষণের প্রতীক্ষায়।