ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের বংশালে দ্বিতল একটি ভবন আজ হেলে পড়েছে বলে জানা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্যোগ মোকাবেলায় গঠিত জরুরি পরিচালন কেন্দ্র এ কথা জানিয়েছে।
সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর এবং করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক দুর্ঘটনাস্থল পৌঁছেছেন।
হেলে পড়া ভবনটি পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পুলিশ ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতোমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন বলেও ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র জানিয়েছে।
দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে সেটি বন্ধ করে যে দেয়া হয়েছে এবং সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।