
মাদারীপুরের শিবচরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন। আজ রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরবর্তীকালে বাসের মধ্য থেকে নারী-শিশুসহ মোট ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন প্রাণ হারান।