এক অনন্য বাঙ্গালীর প্রতিকৃতি বিচারপতি রাধাবিনোদ পাল
রাধাবিনোদ পাল- শুধু একজন ব্যক্তি নন, প্রতিষ্ঠান নন, এর চেয়েও বেশী কিছু। অন্তত বাংলাদেশের মানুষের জন্য। যদিও কোন এক অজ্ঞাত কারণে তাঁর সে ধরনের কোন পরিচিতি নেই আমাদের মাতৃভূমি বাংলাদেশে। যে এলাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে এলাকার আমার বেশ কিছু পরিচিতজনের কাছে জিজ্ঞেস করেও তেমন কোন তথ্য পাওয়া সম্ভব হয়নি। জাতীয় বা স্থানীয়, উন্নয়ন বা অনুন্নয়ন- কোন আলোচনায় তাঁর নাম শোনা যায়, আমার এমনটি স্মরণে আসে না। অবশ্য এক জায়গায় তিনি অভূতপূর্ব মূল্যায়ন লাভ করেছিলেন।
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩১