শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

মসিক নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়রপ্রার্থী

প্রকাশিত: ০৬:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

মসিক নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়রপ্রার্থী

মনোনয়নপত্র জমার শেষ দিনে আজ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের জন্য উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। 

মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান, পৌরসভার সাবেক মেয়র প্রয়াত মাহমুদ আল নূর তারেকের ছেলে ফারামার্জ আল নূর, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম ফেরদৌস , মো. রেজাউল হক এবং জাতীয় পার্টির শহিদুল ইসলাম। 

মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ বিকেল ৪ টা পর্য়ন্ত। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আপিল, ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২২ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্ধ করা হবে। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন।

২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। ২০১৯ সালের ৫ মে প্রথম সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক। 

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন নয় জন। এবার ভোট গ্রহণ হবে ইভিএম প্রযুক্তিতে।