শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

শেরপুর প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ২২:১৬, ২৩ আগস্ট ২০২২

স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

শেরপুরে ছেলেকে স্কুলে নেওয়ার পথে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার নকলা উপজেলার নকলা হাসপাতাল রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা পৌরসভার কলাপাড়া এলাকার হানিফ উদ্দিন (৪২) (বাবা) ও ছে‌লে ও পিয়াস (১২)। সে রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও বাই সাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছে‌লে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সকালে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ মারা যান। এসময় দুমড়েমুচড়ে যায় বাইসাইকেলটি, গুরুতর আহত হয় পিয়াস। 

প‌রে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় ‌নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।