বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ও জীবন ছাইড়া যাইসনা মোরে

শাকির দেওয়ান ((ফেসবুক ওয়াল থেকে)

প্রকাশিত: ১৬:৫১, ৩০ অক্টোবর ২০২৪

ও জীবন ছাইড়া যাইসনা মোরে

'ও জীবনরে, ও জীবন ছাইড়া যাইসনা মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে, মাইনসে কইবো মরা জীবনরে।' পাঁচশো বছরের পুরনো ওপারের গোয়ালপাড়িয়া অঞ্চলের গান। অর্থ না বোঝার বয়স থেকে শুনে আসছি অপার মুগ্ধতায়। 
নানাভাবে, নানা অবয়বে, নানা ভার্সনে। আত্মার সাথে দেহের মায়াময় বন্ধন এবং ছাড়াছাড়ির রহস্য ভাবনাই এ গানের মূলকথা। জীবনকে নিয়ে কতোইনা অভিযোগ আমাদের। অভিযোগের পাহাড় মাথায় নিয়েই জীবনকে ঘিরে আবার সারাক্ষণ ব্যস্ততা। সকল উৎসব-আয়োজন আমাদের। ক্ষণিকের এ খেলাঘরকে ঘিরেই সকল প্রস্তুতি, সাজ সাজ রব, আনন্দ কোলাহল। সবই একদিন কর্পুরের মতো হঠাৎ উবে যায় অদৃশ্য মাতাল হাওয়ায়। 

তবুও ভোগবাদী-বিলাসী জীবন এসব আঁকড়ে ধরেই বেঁচে থাকে। ভোগের ঘাটেই  নোঙর করে। সরল জীবনটাকে পোশাকি পথে হাঁটতে শেখায়। ফলে জীবন ভাবনা হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। সংসার এক নিরর্থক মোহের মেলা, মায়ার খেলা। জীবনকে পড়তে পারিনা বলেই জীবন আমাদের ধরা দেয়না। অধরাই রয়ে যায়। আস্ফালন আর দাম্ভিকতাই হয়ে ওঠে জীবনের সারকথা। জীবন-মরণের সীমানা খুবই কাছাকাছি। গা ঘেঁষে তারা পথ চলে। মহাকালের সীমারেখায় জীবনসত্যের ব্যাপ্তি অতি সামান্য। সামান্য বলেই এতো মায়া এতো আদরের এই জীবন। 
প্রকৃতির এ অমোঘ বিধান, নির্মম সত্য, চরম বাস্তবতাকে মেনে নিতে পারিনা বলেই আবার জীবনজুড়ে শোকের মাতম, বিচ্ছেদের হাহাকার, বিরহের গ্লানি। এতোসবের পরেও জীবন সুন্দর, জীবন আনন্দের। জয়তু জীবন।

(শাকির দেওয়ান বিশিষ্ট কবি, সাংবাদিক, গীতিকার ও শিল্পী)