২০ ও ২১ অক্টোবর নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার। মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক। এ আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে রেমিটেন্স পদক পাচ্ছে- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া। বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ২০০৪-এর প্রধান পৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক।
আমাদের অর্থনীতির প্রাণ প্রবাসীদের আসা রেমিটেন্স। এ বৈদেশিক আয়কে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরো গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এ রেমিটেন্স ফেয়ার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাগণ।
এ আয়োজনে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডসহ যুক্তরাষ্টের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে রেমিট্যিান্স নিয়ে সেমিনার-সিম্ফোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশী আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিন শীর্ষ ৩ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩.৯৯ মিলিয়র, ন্যাশনাল ব্যাংক ৩৭৯.৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পুরস্কুত করা হবে, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ /রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে।
বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর, বিকাল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুবের পরিবেশনা।