শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪

|

আশ্বিন ৫ ১৪৩১

XFilesBd

শিরোনাম

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

২৭ বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল! 

প্রকাশিত: ১৩:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৪

২৭ বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল! 

সম্প্রতি কানাডায় বসবাসরত চেক রিপাবলিকের নাগরিক রোমান স্লেপসিক এর পার্মানেন্ট রেসিডেন্সি ( পি আর) বাতিল করেছে কানাডা ইমিগ্রেশন। 

কানাডার জনপ্রিয় ও প্রভাবশালী সংবাদমাধ্যম টরন্টো স্টার বৃহস্পতিবার এই সংবাদটি প্রকাশ করে। 

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ২৭ বছর আগে চেক রিপাবলিক হতে রোমান স্লেপসিক কানাডায় আসেন শরনার্থী হিসেবে। সেই সময় তিনি একজন শরনার্থী হিসেবে কানাডায় স্থায়ীভাবে ( পি আর) বসবাসের অনুমতি লাভ করেন।  পরবর্তী সময় তিনি কানাডা ইমিগ্রেশন রক্ষিত তার চেক রিপাবলিকের পাসপোর্ট ফেরত নেন। গত ২৭ বছরে দুই দফা চেক পাসপোর্ট নবায়ন করে  নিজ জন্মভূমিতে ৭ বার আসা যাওয়া করেছেন। 

গত বছর চেক রিপাবলিক ঘুরে এসে রোমান স্লেপসিক কানাডার বিমানবন্দরে বর্ডার সিকিউরিটি এজেন্সি ( সিবিএস) এর প্রশ্নবানের সম্মুখিন হন। তাকে চ্যালেঞ্জ করে বলা হয়, তিনি নিশ্চয়ই এখন তার দেশে নিরাপদ।রোমান স্লেপসিকর ঘন ঘন জন্মভুমিতে যাতায়াত প্রমান করে,  দেশে তার এখন কোন সমস্যা নেই। 

এ বিষয়ে সিবিএস রোমান স্লেপসিককে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আই.আর.সি'কে লিখিত চিঠি দেয়। চিঠির প্রেক্ষিতে আইআরসি রোমান স্লেপসিকর কানাডার পি আর বাতিল করে দেশে ফিরে যাবার নির্দেশ (৷ডিপোর্ট অর্ডার) দিয়েছে।

এই প্রাক্তন শরণার্থী কানাডায় ২৭ বছর পর তার স্থায়ী বাসস্থান হারিয়ে বলেছেন যে,  আইন তার সনদের অধিকার লঙ্ঘন করেছে। চেক প্রজাতন্ত্রের প্রাক্তন শরণার্থী তার ভ্রমণের সময় সুরক্ষিত ব্যক্তি হিসাবে তার মর্যাদা হারানোর চ্যালেঞ্জ জানিয়ে মামলা করছেন।  রোমান স্লেপসিক জাতিসংঘের মানবাধিকার আইনের অধীনে তার জীবনকে উপড়ে ফেলা এবং তার দুই কানাডিয়ান কন্যার থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে সুরক্ষা চাইছেন।

উল্লেখ যে, রোমান স্লেপসিক গত ২৭ বছর নিয়মিত ট্যাক্স প্রদান,  আইন মেনে চলা একজন কনস্ট্রাকশন ওয়ার্কার। তার নামে আইনভংগ বা অন্য কোন মামলা নেই।