
জেলায় ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তার চেক।
আজ শনিবার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্ব অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক জুলফিকার আলী, সহকারি কমিশনার রন্টি দাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত গোপালগঞ্জ জেলার ৩০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীন আর্থিক সহায়তার চেক পেয়ে রোগীরা উপকৃত হচ্ছেন।