
স্যারের মেয়ে নাটকের দৃশ্যে আবুল হায়াত, মৌসুমী মৌ ও মনোজ প্রামাণিক
ঈদের নাটক ‘স্যারের মেয়ে’ । চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি প্রচার হবে আগামীকাল ১৯ জুলাই এনটিভিতে রাত সাড়ে ৯টায়। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। ‘স্যারের মেয়ে’ প্রযোজনা করেছেন এস আর মাল্টিমিডিয়ার কর্ণধার এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। এতে স্যার স্যার চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী মৌ। আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, চয়নিকা তো নিঃসন্দেহে একজন ভাল নির্মাতা। খুব গুছিযে কাজ করে সবসময় যে কারণে তার নাটকগুলোও দর্শকপ্রিয়তা পায়।
‘স্যারের মেয়ে’ নাটকের গল্পটা খুব চমৎকার। খুব ধরে ধরে যত্ন নিয়ে কাজটি করেছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। শাহিদা রহমান জানান, তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘বড় ভাবী’ নাটকটিও রয়েছে প্রচারের অপেক্ষায়। সবগুলো নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।