বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

শিল্পকলার সামনে শিল্পীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:৫৬, ১৫ আগস্ট ২০২৪

শিল্পকলার সামনে শিল্পীদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ বৈষম্যবিরোধী শিল্পী ও সাংস্কৃতিককর্মী অধিকার সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার বিটিভির রামপুরা ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা এ দাবি জানায়। সংগঠনের আহ্বায়ক সঙ্গীত পরিচালক শেখ সাদি খান এ দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব ও গীটারিস্ট পলাশ কুমার সউ, যুগ্ম আহ্বায়ক ও সঙ্গীত পরিচালক শেখ জসিম এবং সঙ্গীত শিল্পী শিউলী সিকদার।

বক্তারা দাবি জানায়, ২৪ ঘণ্টার মধ্যে খুনি হাসিনার আস্থাভাজন, দুর্নীতিবাজ মহাপরিচালক জাহাঙ্গীর আলম ওরফে নূরুদ্দিন জাহাঙ্গীরের পদ ত্যাগ করতে হবে। দুর্নীতিবাজ জিএম এর পদত্যাগ করতে হবে। বিটিভির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন যাবত বিটিভির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও শেখ হাসিনার বিশ্বস্ত ডিজির হস্তক্ষেপে সব অনিয়ম ধরাছোয়ার বাহিরে ছিল। এখন সে গুলির বিচার করতে হবে।

বিটিভিতে তালিকাভুক্ত করার বিষয়ে শিল্পীরা অভিযোগ করে বলেন ১০-২০ বছর তাদের বিভিন্ন সময়ে অডিসন নিয়েও তাদরেকে তালিকাভুক্ত নিজেদের আত্নিয় স্বজনদরে সুজোগ করে দিয়ছে এতে বিটিভিতে বৈষম্য সৃষ্টি হয়েছে, এসব দূর করতে হবে।

আন্দোলনকারীরা সদ্য পদত্যাগী শিল্পকলার মহাপরিচালকের লিয়াকত আলী লাকীর অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চত করার দাবি জানিয়ে শিল্পকলার গেটে অবস্থান কর্মসূচিও করেন।