না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দৈনিক জনকন্ঠের স্পোর্টস ইনচার্জ জাহিদুল আলম জয়ের বাবা আশরাফুল আলম (৭৫)। তিনি নাসির মাস্টার হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন।। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত দুর্বাচারা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নাসির মাস্টার। ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।