শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ময়মনসিংহে অটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৫:০৯, ২৬ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে অটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা সদরের শম্ভুগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং তিন জন আহত হয়েছে।  আজ সকাল ৯ টার দিকে শম্ভুগঞ্জের গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো,নেত্রকোনা সদরের সাতবৃড়ি কান্দা গ্রামের বাসিন্দা আব্দুর রাশিদ (৬৫) ও তার স্ত্রী বকুলা বেগম (৬০) । আহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকার বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম (৩৬), পূর্বধলার ভবের বাজার এলাকার মোহাম্মদ অন্তর মিয়া (২১) এবং অজ্ঞাত আরেকজন মহিলা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাদাত জানান, দুর্ঘটনায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, নিহত ও আহতরা ঢাকায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বকুলা বেগমকে মৃত ঘোষণা করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাশিদ মারা যান। নিহতদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।