রোববার,

২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শৈশবের বার্তা দিতে ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

প্রকাশিত: ১০:১৮, ২২ ডিসেম্বর ২০২৪

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শৈশবের বার্তা দিতে ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

শিশুর সুস্থ জীবন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শীর্ষক দু'দিনব্যাপী কর্মশালা আজ সমাপ্ত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) আয়োজিত এ কর্মশালা শুক্রবার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। 

শনিবার অপরাহ্নে সমাপনী পর্বে এনআইএমসি'র মহাপরিচালক সুফী জাকির হোসেন অংশগ্রহণকারী চল্লিশ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, এনআইএমসি'র পরিচালক মোঃ নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি ড. আলতাফ বলেন, "শিশু ও নারীর উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। গণমাধ্যম সমাজের শক্তিশালী মাধ্যম হিসেবে এ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালার বার্তাগুলো মাঠপর্যায়ে প্রয়োগ করলে জনগণ সরাসরি উপকৃত হবে।” 

তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানান।

কর্মশালার বিশেষ অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “৫ আগস্টের পর বর্তমান সরকার নারী ও শিশুর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সমাজকে সচেতন করতে পারে এবং উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখতে পারে।”

কর্মশালার আয়োজকরা জানান, এই কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে নিরাপদ মাতৃত্ব, শিশুদের সুস্থ শৈশব এবং নারীর উন্নয়নে ব্যাপক সচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্ববোধ ও পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে।