শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৩, ২১ ডিসেম্বর ২০২৪

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওকাস' কর্তৃক তিন দিন ব্যাপী ৯ম পুনর্মিলনীর ২য় দিন আজ শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) অসাধারণ আয়োজনে উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি সিলেট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওকাস' এর সভাপতি জনাব মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক জনাব হাসিবুল হোসেন উপল ও সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ মিসেস নায়না আক্তার এবং অভ্যাগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি 'ওকাস' পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন এবং বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ কর্তৃক পরিবেশিত বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্যারেড শেষে প্রধান অতিথি সিলেট ক্যাডেট কলেজের শহীদ মিনারের সামনে একটি বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি 'ওকাস' এর নির্বাহী কমিটি, কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যদের সাথে একটি ফটোসেশনে অংশ নেন। প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওকাস' প্রধান অতিথির সম্মানে কলেজে বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে।

তিন দিন ব্যাপী অনুষ্ঠিত সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) শুরু হয়। এই দিন প্রাক্তন ক্যাডেটবৃন্দ কলেজে উপস্থিত হতে শুরু করলে আবেগঘন ও উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। নানাবিধ বর্ণিল আয়োজন ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সংগীতায়োজনের মধ্য দিয়ে আগামী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ এই পুনর্মিলনীর সমাপ্তি হবে।