বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) এবং Geneva Centre for Security Sector Governance এর যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াস এর উপর ট্রেইনিং ওয়ার্কশপ আজ বুধবার (০৪-১২-২০২৪) ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালাটিতে সশস্ত্র বাহিনী হতে মোট ৩০ (ত্রিশ) জন কর্মকর্তা যোগদান করেন।
বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসনকল্পে UN Women ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।
কর্মশালাটি আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী সমূহে Gender Bias সর্ম্পকে ধারণা বৃদ্ধি করা, যার ফলে বাহিনী সমূহ Gender Equality বজায় রাখার ক্ষেত্রে অধিকতর ভূমিকা পালন করতে পারবে। এছাড়াও, উক্ত প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত Feedback এর মাধ্যমে Bangladesh Institute of Peace Support Operation Training এর বর্তমান প্রশিক্ষণ পাঠ্যক্রমসমূহ আরও সমৃদ্ধ করা যাবে।