বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

মাদক ও সন্ত্রাস নির্মূলে বরগুনা ও কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ নভেম্বর ২০২৪

মাদক ও সন্ত্রাস নির্মূলে বরগুনা ও কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান

গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বামনা উপজেলার কালিকাবাড়ি স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত অভিযানে মাদক সম্রাজ্ঞী মোছাঃ সালমা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭৯০ পিস ইয়াবা ও ০২টি মোবাইল সেট জব্দ করা হয়। এছাড়াও বরগুনা জেলার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট মোঃ মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকনকে আটক করা হয়। এ সময় তার নিজ বাড়ি হতে ৪৭০ পিস ইয়াবা, ০২টি মোবাইল সেট এবং নগদ ৫৫,৫০০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বামনা থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। 

একই দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিম রাজুকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ২০৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের যথাক্রমে বামনা ও কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।