শুক্রবার,

১৫ নভেম্বর ২০২৪

|

কার্তিক ৩০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি গণ-অভ্যুত্থানের মূল করণীয়কে আড়াল করছে - বাংলাদেশ জাসদ

প্রকাশিত: ১৩:৪৬, ১৪ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি গণ-অভ্যুত্থানের মূল করণীয়কে আড়াল করছে - বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল - বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন, "গতকাল উপদেষ্টা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে দেবার ঘটনায় আমরা উদ্বিগ্ন ও ক্ষোভ প্রকাশ করছি। 

আমরা মনে করি, শেখ হাসিনার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের কারণে এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বঙ্গবন্ধুর ভুল ও বিভেদের শাসনের কারণে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার মহিমা ও গৌরব নাকচ হয়ে যায় না। বঙ্গবন্ধুর রক্তাক্ত হত্যাকান্ড যেমন তার স্বৈরতান্ত্রিক শাসনের কারণে জায়েজ হয়ে যায় না, তেমনি একই ভাবে তা বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণের যুক্তি হতে পারে না। 

রাষ্ট্রপতির দপ্তর ও সরকারি সিদ্ধান্ত ছাড়া এ ধরণের কার্যকলাপ বিশৃঙ্খলার পর্যায়ে পড়ে। এ ধরণের বিশৃঙ্খলা হচ্ছে সংক্রামক। আমরা সৃষ্ট পরিস্থিতিতে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা আরো মনে করি, গণ-অভ্যুত্থানের মূল চেতনা হচ্ছে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধকল্পে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা প্রভৃতি বিষয়ে নেতিবাচক কার্যক্রম ও চাপ সৃষ্টি গণ-অভ্যুত্থানের মূল করণীয়কে আড়াল করবে, গণ-অভ্যুত্থানের পক্ষ শক্তির মাঝে বিভেদ সৃষ্টি করবে।  যা পরাজিত ফ্যাসিবাদ পুনরুজ্জীবন এবং ফ্যাসিবাদী বিদ্যমান ব্যবস্থাকে টিকে থাকতে সহায়তা করবে।