এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭.৩০ ঘটিকায় ডিএমপি’র ধানমন্ডি থানাধীন “ধানমন্ডি লেক” এলাকায় অভিযান পরিচালনা করে রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর জামিল শেখ ও তার মেয়ে নুসরাত জাহানকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত আসামীর নাম শাহিন মল্লিক (৩৩), পিতা- নিজাম উদ্দিন মল্লিক, সাং- কলারবগি সুতারখালি, থানা- দাকোপ, জেলা- খুলনা।
অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর গ্রেফতারকৃত আসামী শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তার স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করে। এ ঘটনায় নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (বাড্ডা থানার মামলা নং-০৪(১১)১৭, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ)।
মামলায় আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গ্রেফতারকৃত শাহিন মল্লিককে আসামী করা হয়। পরবর্তীতে মামলার (মেট্রো দায়রা মামলা নং-৭০৩৯/১৯) বিচার শেষে গত ২০২৩ সালের ১৯ জুন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ২য় আদালত আসামীদের মৃত্যুদÐ প্রদান করেন। গ্রেফতারকৃত শাহিন মল্লিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ০৬ আগষ্ট ২০২৪ তারিখ কাশিমপুর কারাগারে হামলা-ভাংচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে তিনি জেল থেকে পলায়ন করত আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় মামলা দায়ের করেন (কোনাবাড়ি থানার এফ আইআর নং- ০৪, তারিখ-১৫/০৮/২০২৪, জিআর নং-১৪০, ধারা- ১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/ ৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড)।
সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার হতে পলায়নকারী আসামীদের গ্রেফতারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় এটিইউ কর্তৃক গোয়েন্দা নজরদারির পর শাহিন মল্লিক (৩৩), এর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামীকে জিএমপি’র কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।