বুধবার,

৩০ অক্টোবর ২০২৪

|

কার্তিক ১৪ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ২০:০৭, ২৬ অক্টোবর ২০২৪

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নরসিংদীর শিবপুরে  ট্রাক ও সিএনজি’র  মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছে। 

নিহত ৬ জনের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিবপুর উপজেলার সাতপারা গ্রামের রহিম মিয়ার ছেলে সিএনজি চালক শাহিন (৩৫), একই উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে আবু বকর ছিদ্দিক (৪০), মনোহরদী উপজেলার চখরপদি গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (২৩) ও রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়া (৪৮)। 

বাকী দুইজনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুপুর ১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকার ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বাসসকে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।    

তিনি আরও জানান, ‘শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি মনোহরদীর দিকে যাবার সময় পচাঁরবাড়ির এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রী মারা যায়।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে।

ওসি আফজাল হোসেন আরও বলেন, উদ্ধার করার পর তাদের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।