বুধবার,

৩০ অক্টোবর ২০২৪

|

কার্তিক ১৪ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৫২, ১৬ জুলাই ২০২৪

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত

সোমবার (১৫ জুলাই) মিরপুর-১-এর মাজার রোডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রকিবুল হাসান। এতে সম্মানিত অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মো. আল আমিন। আলোচনা করেন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকশনের ডিরেক্টর লুৎফর রহমান জয়, বাংলা বিভাগের শিক্ষক তাহমিনা আক্তার নোভা ও তনিমা সুলতানা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ড. আব্দুল আউয়াল বলেন, তোমাদের স্বপ্ন হতে হবে অনেক বড়। মেধা যোগ্যতা সাধনায় একদিন তোমরাই সাফল্যের সিঁড়ি বেয়ে বহু দূর যাবে। স্বপ্ন দেখতে হবে, সাধনা করতে হবে। অবশ্যই সফল হবে। দেশটা তোমাদের।

এই শিক্ষক আরও বলেন, দেশটাকে তোমাদেরই গড়ে তুলতে হবে। এ কারণে কোনোভাবেই সময় নষ্ট করবে না। সময়টাকে পুরো কাজে লাগাবে। ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। পরিবার সমাজ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে চেষ্টা করবে।

ড. রকিবুল হাসান বলেন, আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নীতি নৈতিকতা সতত মূল্যবোধে নিজেদের বিকশিত করতে হবে। তোমরা বড় হলেই দেশ জাতি সম্মানিত হবে।