ছবি: সংগৃহিত
তীব্র শীতে কাবু দেশ। বিশেষ করে হতদরিদ্রদের ভোগান্তির যেন অন্ত নেই। শীতে দারুণভাবে কষ্টে থাকা মানুষগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অধিদফতর।
তারা বলছে, সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তারপর বুধ ও বৃহস্পতিবারও রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।
এতে ধারণা করা যাচ্ছে, তীব্র শীতের কষ্ট থেকে দেশের মানুষ কিছুটা হলেও স্বস্তি পেতে যাচ্ছেন।
সোমবার সন্ধ্যায় (১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।