রাজধানীর কাকরাইল এলাকায় বিএনপির উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের হামলায় দুইটি পিক-আপ ভ্যান ও ২টি বাস ভাংচুর করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কাকরাইলের হেয়ার রোড এলাকায় ২টি পিকআপ গাড়ি, কাকরাইল মোড়ে বৈশাখী পরিবহনের একটি বাস ও কাকরাইলের রমনা পার্কের সামনে আলিফ পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়েছে। বৈশাখী বাস ভাংচুরের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিভিন্ন দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার অনুমতি চায় বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি প্রদান করে। সমাবেশ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় রাজধানীতে ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।