বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নারীর ক্ষমতায়ন বাড়লে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২, ১৭ জুলাই ২০২৩

নারীর ক্ষমতায়ন বাড়লে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে: ডেপুটি স্পিকার

 ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, নারীর যথাযথ ক্ষমতায়ন বৃদ্ধি পেলে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে।

 তিনি শনিবার পাবনার বেড়া উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিপিন বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষের ৩৪ কোটি হাতকে কর্মক্ষম করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, নারীর প্রতিটি হাতকে কর্মক্ষম করতে তাঁর  (শেখ হাসিনা) এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ‘নারী উদ্যোক্তা মেলার’ আয়োজন অবশ্যই প্রশংসনীয়। 

 শামসুল হক টুকু জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। তাই তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় থাকলে নারী উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। প্রতিটি বাড়ি হবে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। 

 এ সময় তিনি বলেন, ‘ধুমপান ও মাদকের আগ্রাসনে অনেক পরিবার ক্ষতবিক্ষত হচ্ছে। মানবসম্পদের এই অবক্ষয় রাষ্ট্র মেনে নিতে পারে না, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

 ডেপুটি স্পিকার বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মায়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । এর জন্য দরকার হচ্ছে নারীদের সচেতন হওয়া ও পরিবারে সচেতনতা তৈরি করা। যতদ্রুত নারীরা সচেতন হবে তত দ্রুত সমাজ এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

 বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, পৌর মেয়র এ. এস. এম. আসিফ শামস রঞ্জন, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনীসহ অনেকেই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।