আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আয়োজনে
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনুল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি কখনো মিথ্যা কথা বলেনও না, মিথ্যা প্রতিশ্রুতিও প্রদান করেন না। তিনি যা বলেন তার চাইতেও অনেক বেশি কাজ করেন। শেখ হাসিনার ধর্মভীরতা তাকে সৎ পথে চলার সাহস যোগায়। তাইতো তিনি দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র-চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।’