বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৭ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নরসিংদীতে সড়কে ঝরলো সংবাদকর্মীর প্রাণ

 নরসিংদী প্রতিনিধি 

প্রকাশিত: ০২:২৫, ৮ নভেম্বর ২০২২

নরসিংদীতে সড়কে ঝরলো সংবাদকর্মীর প্রাণ

নরসিংদীর রায়পুরায় কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক। বিশালের সর্বশেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়োন্টিফোর.কম। তিনি এর আগে বাংলানিউজের বিনোদন বিভাগে কাজ করতেন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাচ্ছিলেন। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরবগামী একটি কভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যান। গুরুতর আহত হন সজল। 

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশালের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ ক’টি গণমাধ্যমে কাজ করেছেন গত সাত/আট বছর ধরে। একই সময়ে তিনি অনেক গান লিখেছেন ও সুর করেছেন।

বিশালের এই অকাল প্রস্থানে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও গীতিকবি সংঘ বাংলাদেশ।