
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের ক্লোজড করা হয়।
ক্লোজড হওয়া ব্যক্তিরা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।
জানা গেছে, কিছু দিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। এ সময় বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে, চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর। তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন।
এদিকে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী। বিচার না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ অভিযোগের ভিত্তিতে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।