বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

ঝিকরগাছাতে ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২২

ঝিকরগাছাতে ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরের ঝিকরগাছা উপজেলায় ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধ বাবা।  সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর আদালতে তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- আব্দুল হকের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা গেছে, আব্দুল হকের দুই ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে আবুল কালাম আজাদ কৃষি কাজ ও আসাদ চাকরি করেন। আসাদকে এমএ পাস করানোর পর ব্যবসার জন্য আব্দুল হক সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন। এক পর্যায়ে বেনেয়ালী বাজারে বাড়িসহ ২৬ শতক জমি তারা দুই ভাই ও মায়ের নামে লিখে নেন। আবুল কালাম বাড়িতে থাকেন এবং আসাদ চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকেন।

আসাদের ভাগের একটি কক্ষে আব্দুল হক বসবাস করতেন। ২ সেপ্টেম্বর আসাদ বাড়ি এসে ঘর তাকে থেকে বের করে তালা লাগিয়ে দেন।

বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক বলেন, দুই ছেলে বাবার ভরণ-পোষণ দেন না। বর্তমানে তিনি বাজারের লোকজনের সহযোগিতায় কোনোরকম জীবন যাপন করছেন। ছেলেদের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি ভরণ-পোষণের দাবিতে আদালতে মামলাটি করেছেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।