
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১-এর বিচারক মো. হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জালাল মিয়াকে ৩০ হাজার, খোকন মিয়াকে ৫০ হাজার ও জরিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর যৌতুকের দাবিতে গৃহবধূ হেনাকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী খোকন, জালাল মিয়া ও জরিনা খাতুন। এ ঘটনায় পরদিন রাতে হেনার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ২০১৬ সালের ১৫ মার্চ অভিযোগপত্র জমা দেন।