
বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬৩১ টাকা।
আজ শনিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক আশিকুর বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বিশাল চালান ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শার জামতলার বালুন্ডা নামক স্থানে এক পাচারকারী অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আশিকুর রহমান নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে সবজির মধ্যে থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। এসব স্বর্ণসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
তিনি আরো জানান, এ নিয়ে গত ছয় মাসে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ০৮ টি চালানে ১০ জন আসামীসহ সর্বমোট ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকা।