শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২০ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

মানিকগঞ্জে বিএনপির ২৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

 মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ০০:৩২, ৩ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২২

মানিকগঞ্জে বিএনপির ২৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে ও নাম না উল্লেখ করে বিএনপির ২৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে মামলাটি করেন মানিকগঞ্জ সদর থানার এসআই মো. আব্দুল লিটন।

মামলার আসামিরা হলেন- সদর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ, ছাত্রদল নেতা রুবেল মাহমুদ, জেলা বিএনপি'র সহ-সভাপতি আজাদ হোসেন খান, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য-সচিব তুহিনুর রহমান তুহিন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজিব হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক নুসরাতুল ইসলাম জ্যাকি, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের আহবায়ক সিরাজুল ইসলাম সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, আসাদুজ্জামান শিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিন্নাহ খান, জেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শুভ, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম উজ্জ্বল ও শিহাব সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহাম্মেদ কবীর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান তপু, অলিদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক গোলাম রফি অপু, মাসুদুর রহমান মাসুদ (চরগড়পাড়া), জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কসাই লিটন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা বিএনপি'র সদস্য শরিফুল ইসলাম চাঁন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম পালু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান পন্ডিত আনন্দ, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পন্ডিত ভজনসহ নাম না জানা ২ হাজার ৫০০ জনকে। 

মামলা হওয়া ব্যক্তিদের মধ্যে ইতোমধ্যে ফজলুল হক, সেলিম মোহাম্মদ ও রুবেল মাহমুদ পুলিশের হাতে আটক আছেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা জেলা শহরের সেওতা এলাকার শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্র বিরোধী স্লোগান দিতে থাকে। যান চলাচল স্বাভাবিক রেখে রাস্তা বন্ধ না করতে অনুরোধ করলেও তারা কোন তোয়াক্কা না করেই রাস্তার ওপর অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ও কনস্টেবল শাহীনসহ সাত পুলিশ সদস্য আহত হন। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে্। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপি'র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিল করে দলটি। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।