বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন উপকূলের একটি বসতবাড়ি থেকে ২১ কেজি ওজনের ১১ ফুট দৈর্ঘের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার বিকালে উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়ি থেকে বিশাল এই অজগরটি উদ্ধার করা হয়।
পরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, রবিবার বিকালে সুন্দরবন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে নদী সাঁতরে একটি বিশাল অজগর সাপ বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়ি চলে যায়।
বাড়ির লোকজন অজগর সাপটি দেখতে পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে জানান। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করি। পরে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়। অজগর সাপটির ওজন ২১ কেজি ও দৈর্ঘ ১১ ফুট।