শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৮ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ০২:০৬, ২০ আগস্ট ২০২২

আপডেট: ০২:০৭, ২০ আগস্ট ২০২২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই-বোন হল- যশোর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আবু হুসাইন আকাশ (১৪) ও জান্নাতুল সামিরা (৫)। তাদের বাবা কবির হোসেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল। তিনি যশোর সেনানিবাসে কর্মরত।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, যশোর শহরের বাসিন্দা কবির হোসেন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে পরিবারসহ বেড়াতে আসেন।

শুক্রবার সকাল ১১টার দিকে তার ছেলে ও মেয়ে বাড়ির ছাদে ওঠে। এ সময় তারা বিদ্যুতায়িত একটি সাইনবোর্ড স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে ছাদে উঠে পরস্পরকে স্পর্শ করা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় জানান, বেলা ১২টার দিকে দুই ভাই-বোনকে হাসপাতালে আনা হয়। এ সময় আবু হুসাইন আকাশ ছিল মৃত। জান্নাতুল সামিরা ১২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত ভাই-বোনের চাচা সাজ্জাদ হোসেন বাচ্চু জানান, অবস্থাদৃষ্টে বোঝা যায় আকাশ আগে সাইন বোর্ড স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে স্পর্শ করে সামিরা।