বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

লক্ষ্মীপুরে বাস ডোবায়, নিহত ১

 লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ৩ আগস্ট ২০২২

আপডেট: ২২:৫৬, ৩ আগস্ট ২০২২

লক্ষ্মীপুরে বাস ডোবায়, নিহত ১

লক্ষ্মীপুরের 'হিমাচল পরিবহন' নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ যাত্রী। 

আজ বুধবার সকালে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার এলাকার সুজন গ্রামের মো. মতলবের ছেলে। সিএনজি রক্ষা করতে গিয়েই এ ঘটনা ঘটেছে বলে জানান বাসের স্টাফ।

পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা বেপরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটির রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে সুপারভাইজার নিহত হয়েছেন। 

বাসের স্টাফ মফিজুল ইসলাম বলেন, সিএনজিতে অনেক যাত্রী ছিল। যদি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হত। তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতো। সিএনজি রক্ষা করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা যান।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃধুল কান্তি কুরি বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।