
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৭৯,৮২,৮৮২ (২ কোটি ৭৯ লক্ষ ৮২ হাজার ৮৮২) মিটার অবৈধ জাল, ৭,৫২৪ ( সাত হাজার পাঁচশত চব্বিশ ) কেজি মাছ, ৪,৭৩,৫০০ ( ৪ লক্ষ ৭৩ হাজার পাঁচশত ) পিস বাগদা রেণু পোনা, ৩,২১,২০০ ( ৩ লক্ষ ২১ হাজার দুইশত ) পিস বিভিন্ন রেনু পোনা, ৭২,০০০ ( বাহাত্তর হাজার ) পিস চিংড়ী রেনু পোনা, ১০০ (একশত) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১১১ ( একশত এগারো )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬৩ (তেষট্টি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৩ (তিন)টি ড্রেজার জব্দ করা হয়।
গত এই অভিযানে ২৯৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫৩(তিপ্পান্ন)টি মৎস্য, ২০(বিশ)টি বেপরোয়া, ১(এক)টি হত্যা, ১(এক)টি বালুমহাল, ৩(তিন)টি অপমৃত্যু এবং ১(এক)টি চাঁদাবাজি মামলাসহ মোট ৭৯ (ঊনআশি)টি মামলা দায়ের করা হয় এবং ০৬ (ছয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।