শনিবার,

১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

নৌ পুলিশের চলমান অভিযানে মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৯৮ জন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৪১, ১৭ এপ্রিল ২০২৫

নৌ পুলিশের চলমান অভিযানে মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৯৮ জন

দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট  ২,৭৯,৮২,৮৮২ (২ কোটি ৭৯ লক্ষ ৮২ হাজার ৮৮২) মিটার অবৈধ জাল, ৭,৫২৪ ( সাত হাজার পাঁচশত চব্বিশ ) কেজি মাছ, ৪,৭৩,৫০০ ( ৪ লক্ষ ৭৩ হাজার পাঁচশত ) পিস বাগদা রেণু পোনা, ৩,২১,২০০ ( ৩ লক্ষ ২১ হাজার দুইশত ) পিস বিভিন্ন রেনু পোনা, ৭২,০০০ ( বাহাত্তর হাজার ) পিস চিংড়ী রেনু পোনা, ১০০ (একশত) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১১১ ( একশত এগারো )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৬৩ (তেষট্টি)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৩ (তিন)টি ড্রেজার জব্দ করা হয়। 

গত এই অভিযানে ২৯৮ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৫৩(তিপ্পান্ন)টি মৎস্য, ২০(বিশ)টি বেপরোয়া, ১(এক)টি হত্যা, ১(এক)টি বালুমহাল, ৩(তিন)টি অপমৃত্যু এবং ১(এক)টি চাঁদাবাজি মামলাসহ মোট ৭৯ (ঊনআশি)টি মামলা দায়ের করা হয় এবং ০৬ (ছয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।