সোমবার,

১৪ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১ ১৪৩২

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

এএইচএফ কাপ জাকার্তার জার্সি উন্মোচন

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২২:২৪, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২৫, ১২ এপ্রিল ২০২৫

এএইচএফ কাপ জাকার্তার জার্সি উন্মোচন

আগামী ১৭-২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত জাকার্তা, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘এএইচএফ কাপ জাকার্তা ২০২৫’ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে ১২ এপ্রিল ২০২৫ তারিখ, শনিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন, ফটোসেশন এবং সংবাদ সম্মেলন (MEET THE PRESS) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff of Bangladesh Air Force and President of Bangladesh Hockey Federation Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc)। 

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ০৯টি দল ওমান, চাইনিজ তাইপে, হংকং, কাজাখস্তান, উজবেকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টটি এশিয়া কাপ-২০২৫ এর কোয়ালিফাইয়ার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। অতীতে এই টুর্নামেন্টে বাংলাদেশ ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবারও ভাল ফলাফলের আশা রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষ্যে শীর্ষস্থানীয় কোচিং প্যানেলের অধীনে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।