মঙ্গলবার,

০৮ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৪ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর

কামরুজ্জামান

প্রকাশিত: ০১:১৫, ৭ এপ্রিল ২০২৫

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের মূলধারার সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর  ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সদস্যরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচন করেন।

নবনির্বাচিত কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুব হোসাইন (নয়া দিগন্ত ), যুগ্ম সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান (আমার দেশ), সংগঠনের মুখপাত্র হিসেবে মোহাম্মদ আরিফ উল্লাহ (ফ্রান্স টুয়েন্টিফোর), যুগ্ম মুখপাত্র হিসেবে মোসাদ্দেক হোসেন সাইফুল (নাগরিক টিভি ফ্রান্স) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ ফাহাদ (ঢাকা টাইমস )। 
 সংগঠনের বিশেষায়িত সেলসমূহের মধ্যে যোগাযোগ ও জনসংযোগ সেলের প্রধান নির্বাচিত হয়েছেন মাইগ্রেন্টওয়াছ সম্পাদক নিয়াজ মাহমুদ, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তেখঁ বাংলা সম্পাদক তানভীর আহমেদ তোহা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান রাজু, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া),  সিটিপোস্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন (প্রিন্ট), এবং পরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেল-এর সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪ ফ্রান্স প্রতিনিধি মোমিন বিন মাহমুদ আনসারী এছাড়া, সাধারণ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিনিধি দৈনিক ইওেফাকের সরদার হাসান ইলিয়াছ তানিম, সাবেক রিপোর্টার দৈনিক যায় যায় দিন জাকির হোসাইন,এখন টিভি ফ্রান্স প্রতিনিধি মো. মামুনুর রশীদ, দেশ প্রতিদিন ও এশিয়া টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাভিশন ও দেশ রূপান্তরে ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এফবিজেএ সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও জানান, সংগঠনটি ফরাসি মূলধারা এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সুখ-দুঃখ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরবে।এছাড়া, শিগগিরই এফবিজেএ সাংবাদিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজন করবে।
এফবিজেএর নবনির্বাচিত কমিটি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।
 নেতৃবৃন্দ বলেন, এফবিজেএ ফরাসি মূলধারা এবং বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এছাড়াও সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
তারা আরও জানান, সংগঠনটি দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, বাঙালি কমিউনিটিতে ইতোমধ্যে বেশ সাড়া ফেলে ১৫ জন সংবাদকর্মীর এই সংঠনটি। জানুয়ারি থেকে কয়েক দফা বৈঠকের পর অবশেষে ৫ এপ্রিল প্রাতিষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তারা। এদিন নির্বাচনের পাশাপাশি সংগঠনের সংবিধানটিও সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।