শুক্রবার,

০৪ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

এটিজেএফবি`র বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হল ইউএস বাংলা এয়ারলাইন্স

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ০১:০৬, ৪ এপ্রিল ২০২৫

এটিজেএফবি`র বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হল ইউএস বাংলা এয়ারলাইন্স

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি'র আয়োজনে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫। রান আয়োজনকে উৎসবমুখর করতে যুক্ত হল দেশের শীর্ষ বেসরকারি এয়ারলাইন্স ইউএস- বাংলা।

ইউএস- বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম জানান, রানে পুরুষ, নারী ও ফান ক্যাটাগরীতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে ইউএস- বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা -মালদ্বীপ -ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা  ও ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলের মাঝে সৌভাগ্যবান ৩ জনকে এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রদান করা হবে যথাক্রমে ঢাকা -মালদ্বীপ -ঢাকা, ঢাকা -ব্যাংকক-ঢাকা ও ঢাকা -কক্সবাজার -ঢাকা এয়ার টিকেট। তিনি জানান,দেশের পর্যটন শিল্পের বিকাশে যে কোন ভালো উদ্যোগে ইউএস- বাংলা পাশে থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে বিউটিফুল বাংলাদেশ রানে যুক্ত হওয়া।  

দেশের পর্যটন শিল্পের বিকাশ ও এই শিল্প সংশিলিস্ট সকলকে এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষেই এ রান আয়োজন বলে জানান বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন। তিনি জানান, দুইটি ক্যাটাগরীতে এ রান অনুষ্ঠিত হবে। একটি সাড়ে ৭ কিলোমিটার অপরটি ২ কিলোমিটার ফান রান। নারী, পুরুষ ও পাঁচ বছরের বড় সকলেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই রানে অংশ নিতে পারছেন।
হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সকাল ৬ টায় শুরু হয়ে ৯০ মিনিটের এই রান শেষ হবে হাতিরঝিল এম্পলিথিয়েটারে। পরে বিজয়ী ও রান সম্পন্নকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিস্তারির জানতে ভিজিট করতে পারেন @Beautiful Bangladesh Run 2025 এই ঠিকানায়।