
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একইসাথে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূনর্বাসনে বিশ্ব নেতৃবৃন্দ ও প্রতিবেশী দেশগুলোর মানবিক সহায়তা প্রত্যাশা করেছেন। আজ এক শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই আশাবাদ ব্যক্ত করেছেন।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রতিবেশী দেশের এমন বিপর্যয়ে আমরা মর্মাহত। প্রতিবেশীদের বিপদে আমরা সব সময় পাশে থাকবো। সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিপন্ন প্রতিবেশীর পাশে দাঁড়ানো জরুরি। ভূমিকম্পে নিকটতম প্রতিবেশী মিয়ানমারের মানবিক বিপর্যয়ে সার্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে। মিয়ানমারসহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশের সাথে সহায়তা পূর্ন যোগাযোগ অব্যাহত রাখতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।