বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২৯ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

খেলাধুলা ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি কমায়। এ সময়ে বড্ড বেশি দরকার শারীরিক শিক্ষা-কার্ডিফ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২২:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

খেলাধুলা ছাত্রছাত্রীদের মোবাইল আসক্তি কমায়। এ সময়ে বড্ড বেশি দরকার শারীরিক শিক্ষা-কার্ডিফ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের মাঠে ফেরাতে তৎপর রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল। সেই নিরীখে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে ভিন্ন এক অনুভূতি প্রকাশ করেন তিনি। তুলে ধরেন তার দেশ আলজেরিয়াসহ বিশ্বের অন্যান্য শিক্ষাব্যবস্থার বৈজ্ঞানিক চিত্র। যার অনুকরণ করতে পারে বাংলাদেশের স্কুল-কলেজ-এমন স্বপ্নের কথাও বলেন রাষ্ট্রদূত।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের নৈপূণ্য উপভোগ করতে জড়ো হন অভিভাবকেরাও। সবমিলে ১ ফেব্রুয়ারি দিনটি কার্ডিফ ইন্টারন্যাশনালের শিক্ষার্থীদের জন্য অনন্য-অনবদ্য হয়ে ওঠে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আয়শা শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আনুষ্ঠানিকতায় বিশেষ অতিথি ছিলেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধ সংগঠক তালেয়া রহমান, ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী সাব্বির হোসেন খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ মনসুর হাশিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক মোবাশ্বের সালাম মুক্তি, খন্দকার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক খন্দকার রুহুল আমিন, ডবিউভিএ’র সাবেক সভাপতি বুলু হাশিম, ডিপ্লোম্যাট ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী বিশেষজ্ঞ ডা. রেহানা আক্তার, কার্ডিফ ইন্টারন্যাশনালের শিক্ষক ফারজানা মোজাম্মেল প্রমুখ।

 বেলুন উড়িয়ে অনুষ্ঠান শুরু করে একে একে মার্চ পাস্ট, প্যারেড, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো, হাঁড়িভাঙা, ৫০ ও ১০০ মিটার দৌড়, হিপহপ জাম্প, ক্যান্ডি রেস, মার্বেল স্পুন, মেরি গো রাউন্ড, স্যাক রেসসহ অন্যান্য ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। 

বর্ণাঢ্য আয়োজনে শিশুদের নৈপূণ্য দেখে প্রধান অতিথি ড. আবদেলোহাব সাইদানি বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি যখন চিন্তার অন্যতম কারণ তখন কার্ডিফ ইন্টারন্যাশনালের এই আয়োজন বিশেষভাবে আশা জাগানিয়া। এ অনুষ্ঠানের মুগ্ধতা ছড়িয়ে পড়বে অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-এমন আকাঙ্ক্ষা জানিয়ে কার্ডিফ ও জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীদের মানস গঠনে খেলাধুলো অনন্য এক পাথেয়। সেদিক থেকে কার্ডিফ ইন্টারন্যাশনাল পথ দেখাবে অন্যদের। শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রিন্সিপাল আয়শা শারমিন চৌধুরী ও তাঁর দল। বক্তব্যে আগামীর পরিকল্পনা তুলে ধরে মিসেস চৌধুরী বলেন, ক্যাম্পাস ছোট হলেও কার্ডিফ পরিবারের মন বড়। যে কারণে শিক্ষার পাশাপাশি সুস্থ শরীর গঠনে দক্ষ ভূমিকা পালন করে যাচ্ছেন আমাদের শিক্ষকেরা। আগামীতে কার্ডিফ হবে মূল্যবোধের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান। এ জন্য তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান।