শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১২ ১৪৩১

XFilesBd

শিরোনাম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু শনিবার উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে : পানি সম্পদ উপদেষ্টা নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে হাইকোর্টে রিট দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হত্যাকান্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার হবে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীরের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের হবিগঞ্জের কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫ যুদ্ধ ব্যয়ের অর্থ জলবায়ুর প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল

বীর প্রতীকের গলায় জুতার মালা 

প্রকাশিত: ২২:১৩, ২৩ ডিসেম্বর ২০২৪

বীর প্রতীকের গলায় জুতার মালা 

কুমিল্লার চৌদ্দগ্রামে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে একদল উচ্ছৃঙ্খল লোকজন। লাঞ্ছিত ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। গতকাল রোববার দুপুরের দিকে ওই মুক্তিযোদ্ধার নিজ এলাকা চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

গতকাল রাতে গলায় জুতা পরিয়ে লাঞ্ছিত করার পৌনে দুই মিনিটের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয় ভিডিওটি।  ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি স্কুলের সামনে ১০-১২ জন ব্যক্তি তাকে একা পেয়ে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেন এবং ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেন। ওই মুক্তিযোদ্ধার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আখতারুজ্জামান। 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।  ঘটনার পর নিরাপত্তার কারণে তিনি রোববার বিকেলে বাড়ি ছেড়ে ফেনীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে ছেলের বাসায় অবস্থান করছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলের শিকার হয়ে দীর্ঘ আট বছর এলাকা ছাড়া ছিলেন। সরকার পরিবর্তনের পর তার বাড়িতে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।